আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালন

জাতি পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের মাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ী স্কুল এ্যান্ড কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া -মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ আগস্ট শহীদ শুকান্ত আব্দুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে বাদ যোহর আলোচনা সভা ও দোয়া-মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া-মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শহীদ শুকান্ত আব্দুল্লাহ স্মৃতি সংসদের সভাপতি মিঠুন বিশ্বাসের সভাপতিত্বে এবং কমল বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবুল বাশার হাওলাদার, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুচ আলী মিয়া সহ আরোও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগ সভাপতি যাকোব বাড়ৈ, যুবলীগ সাধারন সম্পাদক মাহাবুব মোর্শেদ লিখন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাইদুল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার,উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, উপজেলা শ্রমীক লীগ সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
আলোচনা শেষে ১৫ আগষ্ট শাহাৎবরণকারী নিহত সকল শহীদদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কামরুজ্জামান। পরে আগত নেতাকর্মীদের খাবার পরিবেশণ করা হয়।